ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ২০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিব সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২০ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৫৭ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৯৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬২০ কোটি ১৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৭ কোটি ১৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট কমে এক হাজার ৩১৮ পয়েন্টে এবং ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আমার নেটওয়ার্ক, ইফাদ অটোমোবাইল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স। 
সোমবার সিএসইতে লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৭৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৫০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট কমে এক হাজার ৪১০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪২ দশমিক ২১ পয়েন্ট কমে ১৬ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আমার নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
আরও পড়ুন:  
ব্লু হোয়েল গেম বন্ধে হাইকোর্টের রুল