ডিএসইতে প্রধান সূচক ১৭, সিএসইতে বেড়েছে ৩০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১২ কোটি ৭২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৫ পয়েন্টে এবং ৭ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, উত্তরা ব্যাংক, আমার নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিবিএস কেবল, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪০ কোটি ৫৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট কমে এক হাজার ৪০৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৯ দশমিক ০৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, আমার নেটওয়ার্ক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বিবিএস কেবল, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ার এবং ফরচুনা সু।