নিরাপদ পানি নিশ্চিতে এইচএসবিসি’র নতুন কর্মসূচি

এইচএসবিসিদেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে এইচএসবিসি ব্যাংক এবং ওয়াটার এইড বাংলাদেশ। এই কর্মসূচির মাধ্যমে দেশের সুবিধা বঞ্চিত পাঁচটি উপজেলায় সরাসরি এক লাখ ৭৩ হাজার ৩২২ জনকে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা দেওয়া হবে।
২০১২ সালে প্রথম দফায় পাঁচ বছর মেয়াদে একই ধরনের একটি কর্মসূচি হাতে নিয়েছিল এইচএসবিসি।
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে  ‘এইচএসবিসি ওয়াটার গ্রোগ্রাম-২’ শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের ডেপুটি সিইও এবং কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান মো. মাহবুব উর রহমান। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খায়রুল ইসলাম ও পরিচালক ড. ইমরুল কায়েস মুনীরুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দু’বছর মেয়াদী এই কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনী, সুনামগঞ্জের তাহিরপুর, খুলনার দাকোপ ও পাইকগাছা এবং সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বাস্তবায়িত হবে। এসব উপজেলায় বিশুদ্ধ পানি ও পানির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়, কমিউনিটি সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থায় পানির নিরাপদ ব্যবহার টেকসই করা হবে। প্রথম দফায় দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের দুই লাখ মানুষের জন্য সুপেয় পানি এবং চার লাখ মানুষের জন্য সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা হয়।

ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং নিচু ভূমি এলাকায় নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা চ্যালেঞ্জিং। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক দুর্যোগকালীন সময়ে পানিতে ব্যাপক দূষণ ঘটায়। এই কর্মসূচি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গুণগত পরিবর্তনে সহায়তা করবে।’

আরও পড়ুন: ম্যাঙ্গো ড্রিংকে আসল আম মাত্র পাঁচ ভাগ!