এবার বন্যায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি: সিপিডি

 

‘২০১৭ সালের বন্যা পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সিপিডির সংলাপ২০১৭ সালে সারা দেশে কয়েক দফা বন্যায় প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি ডায়লগ’ (সিপিডি)। সংগঠনটি আরও জানায়, এই বন্যায় ফলসহানি, ঘরবাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে এই ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘২০১৭ সালের বন্যা পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরা হয়।

সিপিডির তথ্যে দেখা গেছে, এবার বন্যায় ৩২ জেলায় কমপক্ষে ১ কোটি ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এবার বোরো মৌসুমে বন্যাকবলিত ওইসব এলাকায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন ধান বিনষ্ট হয়েছে। যারা মূল্য প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা।   বন্যা উপদ্রুত এলাকাগুলোর সব কিছু মিলিয়ে ক্ষতি হবে চলতি অর্থ বছরের মোট জিডিপির শূন্য দশমিক পয়ত্রিশ শতাংশ থেকে শূন্য দশমিক চোয়াল্লিশ শতাংশ।  

বন্যায় দেশের উত্তরাঞ্চলের ৩২ জেলাতেই ক্ষতির শিকার হয়েছে ৮২ লাখ মানুষ। যেখানে আবারও ঘরবাড়ি তৈরিতে দুই হাজার ৬০০ এবং রাস্তা, কালভার্ট ও বাঁধ নির্মাণে আর্থিক ক্ষতি হয়েছে দুই হাজার ৭০০ কোটি টাকা।

অন্যদিকে হাওর অঞ্চলের বন্যায় প্রায় ১৬ লাখ টন বোরও উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। যা জাতীয় বোরো উৎপাদনের আট ভাগ।

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমাদের বাঁধগুলোতে অনেক বেশি অত্যাচার করা হয়। ফসল তুলতে বাঁধ কাটা হয়। বাঁধে গরু, ছাগল রাখা হয়। ঘরবাড়ি তোলা হয়। ফলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।’ এবারের বন্যা গাফিলতি বা অব্যবস্থাপনায় নয়, অন্য কারণে হয়েছে বলেও জানান তিনি।

ড. আইনুন নিশাদ বলেন, ‘বন্যা-পরবর্তী সময়ে রাস্তা মেরামত ও অন্যান্য উন্নয়নের নামে হরিলুট হচ্ছে। প্রতিবছরই রাস্তা হচ্ছে, কিন্তু তা টেকসই হচ্ছে না।’ দুর্নীতি বন্ধে দুযোগ ব্যবস্থাপনায় সংস্কারমূলক কাজে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার কারণে আমন রোপনে দেরি হয়ে গেছে। এতে  সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা রয়েছে।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে আরও বক্তব্য রাখেন ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান ও সিপিডি’র  ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য প্রমুখ।