ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬০৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৮৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৬ পয়েন্টে এবং ৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবল, ব্র্যাক ব্যাংক, আমার নেটওয়ার্ক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, কেপিসিএল, সাইফ পাওয়ার, এবি ব্যাংক এবং স্কয়ার ফার্মা।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৫ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৬১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭১ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, সিটি ব্যাংক, সাইফ পাওয়ার, এনসিসি ব্যাংক, বিবিএস ক্যাবল, লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আমার নেটওয়ার্ক এবং জেনারেশন নেক্সট।


আরও পড়ুন:
শ্রম আইন সংশোধনের উদ্যোগ ইইউ ও আইএলওকে জানিয়েছে সরকার