ডিএসইতে প্রধান সূচক ৫২, সিএসইতে বেড়েছে ১৪০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৪০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০৩ কোটি ২০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৭৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি ৪৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ২৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২১ পয়েন্টে এবং ২০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড, কেপিসিএল, আইডিএলসি, ন্যাশনাল ব্যাংক, ইউসিবিএল, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক ও সিটি ব্যাংক। 
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৭৪ কোটি ৫২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৫০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪০ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪১৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, ইউসিবিএল, লংকা-বাংলা ফাইন্যান্স সাইফ পাওয়ার, কেয়া কসমেটিকস এবং আমার নেটওয়ার্ক।
আরও পড়ুন:
বাংলাদেশে কি আরও নতুন ব্যাংক দরকার?