ডিএসইতে প্রধান সূচক ২৯, সিএসইতে বেড়েছে ৪৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ৬০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৩ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩৬ পয়েন্টে এবং ১৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, গ্রামীণ পোন, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, ওমিয়েক্স, ইউসিবিএল, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবল এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪০ কোটি ১৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৫০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৫৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১০১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওমিয়েক্স, সিটি ব্যাংক, ফুওয়াং ফুড, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংক।
আরও পড়ুন:
চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিয়ে নমনীয় সরকার