কর অফিসে আয়কর মেলার মতো পরিবেশ তৈরি করতে হবে: ইকবাল সোবহান চৌধুরী

আয়কর মেলার মতো পরিবেশ কর অফিসে তৈরি করতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে এনবিআর আয়োজিত ‘প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও মালিকদের সঙ্গে আয়কর মেলা- ২০১৭ পরবর্তী’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এনবিআরের মতবিনিময় সভাঅনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে মেলার অর্জন তুলে ধরেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ইলেট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশ ও মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এনবিআর কর আহরণের যে পদক্ষেপগুলো গ্রহণ করছে তার মধ্য দিয়ে করদাতারা যাতে কর প্রদানে স্বাচ্ছন্দ্যবোধ করে, উৎসাহী হয় সে দিকে এনবিআরকে নজর দিতে হবে। কর অফিসে করদাতারা স্বাচ্ছন্দ্যবোধ করলে মিডিয়ার পক্ষ থেকে আরও বেশি সহযোগিতা করা হবে।’

তিনি বলেন, ‘এনবিআর সর্বোচ্চ করদাতাদের মূল্যায়ন করার জন্য যে ট্যাক্স কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এছাড়া ইনকাম ট্যাক্স আইডি কার্ডও প্রশংসার দাবিদার। এক সময় মোবাইল সেট সঙ্গে রাখাটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। আজ এনবিআরের কর কার্ড পাওয়ার ব্যাপারটিও প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

কর প্রদানকে প্রতিটি মিডিয়া ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলে মনে করে জানিয়ে ইকবাল সোবহান বলেন, ‘মিডিয়া কর প্রদানের মাধ্যমে যেন কিছু সুযোগ-সুবিধা পেতে পারে, সে উদ্যোগ এনবিআরের পক্ষ থেকে নেওয়া হলে কর প্রদানের যে উৎসাহ বা প্রবণতা তা আরও বৃদ্ধি পাবে। বিদেশে কর প্রদানের মধ্যদিয়ে করদাতাকে কিছু সুযোগ প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশেও যদি সে ধরনের কিছু সুবিধা প্রবর্তন করা দরকার।’