ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে বেড়েছে ৬১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬১ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৯৯ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৭০ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৯৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৩২ কোটি ৮০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৩ পয়েন্টে এবং ১০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবল, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, ফাস ফাইন্যান্স এবং বিডি থাই।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৯১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবল, সাইফ পাওয়ার, ঢাকা ব্যাংক, ওমিয়েক্স, কেয়া কসমেটিকস, গোল্ডেন হার্ভেস্ট।
আরও পড়ুন:
ব্রাজিলে তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার আহ্বান বাংলাদেশের