এবার মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নূরুল আমিনমেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন পদত্যাগ করেছেন। গত ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়। এর আগে, ইসলামী ব্যাংকের এমডি আবদুল মান্নান ও স্যোসাল ইসলামী ব্যাংকের এমডি সহিদ হোসেন পদত্যাগ করেছিলেন।
এ প্রসঙ্গে মোহাম্মদ নূরুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। এ মাসের ৩০ তারিখ পর্যন্ত মেঘনা ব্যাংকে অফিস করব।’ এরপর তিনি আর কোনও ব্যাংকে যোগ দেবেন না বলে জানান।
মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। মেঘনা ব্যাংকের আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মেঘনা ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাকে পদ ছাড়তে হচ্ছে। ৩০ নভেম্বর থেকে তার পদত্যাগপত্র কার্যকর হবে। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। এর আগে, ২ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন নূরুল আমিন।