ডিএসইতে প্রধান সূচক ৭, সিএসইতে বেড়েছে ১৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৪২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫৩ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ০০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৯৩ কোটি ৯০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৯ পয়েন্টে এবং ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, ফাস ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, বিবিএস ক্যাবল, গ্রামীণ ফোন এবং কেয়া কসমেটিকস।

বুধবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ০৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ দশমিক ০৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৬৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৪৬ পয়েন্ট কমে এক হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১৭ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এবি ব্যাংক, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, ইউসিবিএল, বিবিএস ক্যাবল এবং জেনারেশন নেক্সট।
আরও পড়ুন:
ঝরে পড়ার হার বেশি হলেও টিকে থাকা স্টার্টআপগুলো ভালো করছে