ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে কমেছে ৫৭ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৭ দশমিক ৫১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৭৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ৮৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে এক হাজার ৩৮৬ পয়েন্টে এবং ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফুওয়াং ফুড, বিডি থাই, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ৮২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৯৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৭ দশমিক ৫১ পয়েন্ট কমে ১১ হাজার ৮০৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯২ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৫০৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ১১ পয়েন্ট কমে এক হাজার ৪৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৬ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, এবি ব্যাংক, ফুওয়াং ফুড, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, নূরানি ডায়িং অ্যান্ড সোয়েটার, বিডি ফাইন্যান্স এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
আরও পড়ুন:
রোহিঙ্গা সংকটে সমঝোতা: চীনের হাত স্পষ্ট, হাত কামড়াচ্ছে ভারত