ডিএসইতে প্রধান সূচক ২৯, সিএসইতে কমেছে ৫৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৮ দশমিক ৫৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৭৩ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮১৩ কোটি ২০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৯১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে এক হাজার ৩৮১ পয়েন্টে এবং ১২ দশমিক ৪১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, সিএমসি কামাল, পূবালী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং বিডি থাই।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৫ কোটি ৪২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬০ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯২ দশমিক ১০ পয়েন্ট কমে ১৯ হাজার ৪১৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ০১ পয়েন্ট কমে এক হাজার ৪৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, সমরিতা হাসপাতাল, এবি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইফাদ অটোমোবাইল।
আরও পড়ুন:
আইসিটি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে: তথ্যমন্ত্রী