ডিএসইতে প্রধান সূচক ২৮, সিএসইতে বেড়েছে ৩৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৭১২ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২০ কোটি ০৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৬ পয়েন্ট কমে এক হাজার ৩৮১ পয়েন্টে এবং ৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, গ্রামীণ ফোন, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইফাদ অটোমোবাইল।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ৭৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইফাদ অটোমোবাইল, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক।