ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ১৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৫০ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২০ কোটি ০৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৬ কোটি ৩১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট কমে এক হাজার ৩৮২ পয়েন্টে এবং ৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি থাই, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, গ্রামীণ ফোন, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার, ফুওয়াং ফুড এবং ন্যাশনাল টিউবস। স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, গ্রামীণ ফোন, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইফাদ অটোমোবাইল।

রবিবার সিএসইর লেনদেন চিত্রসিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ৭২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৮৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট কমে এক হাজার ৪৭৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গোল্ডেন হার্ভেস্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি থাই, ফুওয়াং ফুড, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইউনাইটেড পাওয়ার।
আরও পড়ুন:
শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোম্পানির এক কোটি ৭৬ লাখ টাকা