চেয়ারম্যানের ‍মৃত্যুতে ওয়ালটন পরিবারে শোক

আলহাজ্ব এসএম নজরুল ইসলামদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের চেয়ারম্যান আলহাজ্ব এসএম নজরুল ইসলামের মৃত্যুতে শোকাহত পুরো ওয়ালটন পরিবার। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ওয়ালটন পরিবার। রবিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বাধ্যর্কজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

আলহাজ্ব এসএম নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ। তিনি দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইওটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ও মার্সেল প্রতিষ্ঠা করেন।   মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিজ গ্রামে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের বড় ছেলে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী দেশবাসীর কাছে বিদেহীর আত্মার মাগফিরাতে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন:
ওয়ালটনের এলইডি টিভির বিক্রি বেড়েছে ২৫ শতাংশ