ডিএসইতে প্রধান সূচক ৩২, সিএসইতে কমেছে ৬৮ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩২ দশমিক ১৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬৮ দশমিক ৫৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১১ কোটি ৫৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৫৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট কমে এক হাজার ৩৬৪ পয়েন্টে এবং ১২ দশমিক ৭১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, আলিফ ম্যানুফ্যাকচারিং, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক এবং আমার নেটওয়ার্ক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৩ কোটি ৯৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ২১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১৯ হাজার ১৭৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে এক হাজার ৪৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৭ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, সাউথইস্ট ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আমার নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্যারামউন্ট টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
ভ্যাট ফাঁকি দিচ্ছে দেশের ৩৯টি প্রতিষ্ঠান!