আবারও ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম





f527619bffa4639237818eac747fb16dঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন আবুল কাসেম খান। তিনি ২০১৮ সালের মেয়াদে নতুন দায়িত্ব পালন করবেন। এছাড়া নতুন কমিটিতে কামরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ও রিয়াদ হোসেন সহ-সভাপতি হিসেবে নব-নির্বাচিত হয়েছেন।




শনিবার ডিসিসিআই’র ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিতরা।
নতুন মেয়াদে ঢাকা চেম্বারের এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- আন্দালিব হাসান, ইঞ্জিনিয়ার মো. আল আমিন, মো. বাশীর উদ্দিন, নূহের লতিফ খান, এসএম জিল্লুর রহমান এবং ওয়াকার আহমেদ চৌধুরী।
উল্লেখ্য, আবুল কাসেম খান ১৯৬৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে ব্যবসা প্রশাসনে উচ্চ-শিক্ষা লাভ করেন। ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন এবং ১৯৯৬ সাল হতে পারিবারিক ব্যবসায় যোগদান করেন তিনি। আবুল কাসেম খান ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
ওরিয়েন্টালের পথেই ফারমার্স!