ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে কমেছে ৩৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৬১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৬ পয়েন্টে এবং ০ দশমিক ১৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবল, রূপালী লাইফ ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ওয়াটা কেমিক্যাল, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং এমারেল অয়েল।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪১ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২২ কোটি ১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৯ দশমিক ৬১ পয়েন্ট কমে ১১ হাজার ৫১৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৫ দশমিক ০১ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০০ পয়েন্ট কমে এক হাজার ৪৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৮ দশমিক ০২ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নাহী অ্যালুমিনিয়াম কম্পোটি, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, এমারেল অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, বিবিএস ক্যাবল, রূপালী ব্যাংক এবং ওয়ান ব্যাংক।
আরও পড়ুন:
ওরিয়েন্টালের পথেই ফারমার্স!