ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ৫২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪৯ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯১ পয়েন্টে এবং ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, প্যারামউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডোরিন সোয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং রূপালী ব্যাংক।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৪ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৪৬ কোটি ৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৫৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাউথইস্ট ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, এবি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
আরও পড়ুন:
২০১৮ সালে চার হাজার ৬৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা