রাজস্ব ঘাটতি সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

চলতি ২০১৭-১৮ অর্থবছরে প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব ঘাটতির পরিমাণ লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার ৭৫৮ কোটি টাকা। এই পাঁচ মাসে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৬৬ কোটি টাকা। কিন্তু আয়কর, মূল্য সংযোজন কর এবং শুল্ক―এ তিন খাত মিলিয়ে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭৫ হাজার ৩০৮ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য জানান।
এ সময় অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় আশানুরূপ হয়নি। তবে আগামীতে এ অবস্থার পরিবর্তন হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রার পরিবর্তন হবে না বলেও জানান অর্থমন্ত্রী।  
লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এর জন্য অপেক্ষা করতেও বলেন তিনি।  
উল্লেখ্য, চলতি ২০১৭-১৮ অর্থবছরে এনবিআরের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।