একনেকে ৬ হাজার ২২৮ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

মোট ৬ হাজার ২২৮ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১৪টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে, জিওবি ৫ হাজার ৮৭৭ কোটি ৪৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব ৬৫ কোটি ৮১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭৪১ কোটি ২৮ লাখ টাকা।

একনেক বৈঠকমঙ্গলবার শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে একনেক সদস্য সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল বলেন, ‘আজকের (মঙ্গলবার, ২১ জানুয়ারি) একনেক মিটিং চলতি ২০১৭-১৮ অর্থ বছরের ১৬ তম সভা।’

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বিদ্যুৎ বিভাগের ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, কুমিল্লা জোন’ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধার উন্নয়ন এবং মৎস্য চাষ (৩য় সংশোধিত) (প্রস্তাবিত)’ প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার এ সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭বি এবং ৬৮) পুনর্বাসন’ প্রকল্প।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকএছাড়া অনুমোদন দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ’ প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের ‘বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায়’ প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘মরজাল-বেলাব সড়ক ও পোড়াদিয়া-বেলাব জেলা মহাসড়ক দু’টি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন’ প্রকল্প। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘গোবরাকুড়া-কড়ইতলী স্থল বন্দর উন্নয়ন’ প্রকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত সুরক্ষা সেবা বিভাগের ‘ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’ প্রকল্প।

পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়ন (ভ্যাট অনলাইন)’ প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্প। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়)’ প্রকল্প ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কেমিক্যাল মেট্রোলজি অবকাঠামো সমৃদ্ধকরণ’ প্রকল্পও বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।