ডিএসইতে প্রধান সূচক ৭১, সিএসইতে কমেছে ১১৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭১ দশমিক ০৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১১৪ দশমিক ২৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৯ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৩ কোটি ৬২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট কমে এক হাজার ৪১৩ পয়েন্টে এবং ২৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ইফাদ অটোমোবাইল, শাহজালাল পাওয়ার, গ্রামীণ ফোন, প্যারামউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ইউসিবিএল, বিবিএস ক্যাবল, বিডি ফাইন্যান্স এবং মুন্নু সিরামিকস।

রবিবার সিএসইর লেনদেন চিত্রসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ১১ হাজার ৪৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ০৭ পয়েন্ট কমে এক হাজার ৪৪০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৮৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৭ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, বিবিএস ক্যাবল, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, ড্রাগন সোয়েটার, শাহজালাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস এবং স্কয়ার ফার্মা। 
আরও পড়ুন:
নির্বাচনকে সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি হতে পারে: অর্থমন্ত্রী