১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে চা প্রদর্শনী

বাংলাদেশ চা প্রদর্শনীর প্রথম আয়োজন (ছবি- চা গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট)আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় বাণিজ্য সচিব সুভাশীষ বসু ও চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, এনডিসি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের ১২ থেকে ১৪ জানুয়ারি প্রথম চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে সাতটি ভারতীয় কোম্পানিসহ ৪৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।
এবারের চা প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ চা সংসদ, এম এম ইস্পাহানি লিমিটেড, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ফিনলে), আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড, ডানকান ব্রাদার্স লিমিটেড, হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড, সিটি গ্রুপ ও ওরিয়ন গ্রুপ।
এই আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, রেডিও ফূর্তি ও জিটিভি।