ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে কমেছে ৪২ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪২ দশমিক ৭২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪২ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট কমে এক হাজার ৩৯৭ পয়েন্টে এবং ১১ দশমিক ০২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, মুন্নু সিরামিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, আলিফ অ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস এবং ফার্মা এইড।

বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্রসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১২০ কোটি ৪০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৭২ পয়েন্ট কমে ১১ হাজার ২৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৪১০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, প্রিমিয়ার সিমেন্ট, আলিফ অ্যালুমিনিয়াম, লংকা-বাংলা ফাইন্যান্স, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, জেনারেশন নেক্সট এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে চা প্রদর্শনী