ছোট শিল্পের উন্নয়নে ২৪০০ কোটি ডলারের তহবিল গঠন

বাংলাদেশ ব্যাংক

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থসহায়তায় বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কম সুদে ঋণ দিতে আরও ২৪০০ কোটি ডলারের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এই তহবিলের অর্থ কেবল ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা নিতে পারবেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক এবং ১০টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম।

চুক্তিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাইডাস ফাইন্যান্সিং, ন্যাশনাল ফাইন্যান্স ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

প্রথম পর্যায়ে গত ১০ জানুয়ারি এসএমইডিপি-২ প্রকল্পের আওতায় আরও ১৯ প্রতিষ্ঠান অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সাউথউস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম, মাইডাস ফাইন্যান্সিং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শামছুল আরেফিন।