বাংলাদেশ ও কাতারের মধ্যে এএসএ নবায়নের উদ্যোগ

 



বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতবাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়ছে। জনশক্তি রফতানি বাড়ছে। ফলে দু’দেশের নাগরিকদের যাতায়াতও বেড়ে গেছে। এ অবস্থা বিবেচনায় দুদেশের মধ্যে এএসএ (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট) নবায়ন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি।



সোমবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী দ্রুত এএসএ নবায়নের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে দ্রুততার সঙ্গে এ সংক্রান্ত একটি সভা আহ্বানেরও আশ্বাস দিয়েছেন একেএম শাহজাহান কামাল।
একেএম শাহজাহান কামাল এভিয়েশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি এ ব্যাপারে আনুষ্ঠানিক পত্র দিতে মন্ত্রীকে অনুরোধ করেন।
এ সময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।