বাজেট বাস্তবায়ন হবে ৯৩ শতাংশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

২০১৭-১৮ অর্থবছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে বিসিএস ট্যাক্স, ভ্যাট ও  কাস্টমস অ্যাসোসিয়েশন সদস্যদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।   

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে। আর এখন রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ। এটা সন্তোষজনক। গত ৮ মাসে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন হয়েছে ৩৮ শতাংশ।

এ সময় ব্যবসায়ীরা ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিতে চায় না উল্লেখ করে তাদের ‘লোভী’ হিসেবে চিহ্নিত করেন তিনি। তবে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, যারা ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার) ব্যবহার করবেন তারা ২% রেয়াত পাবেন।

বৈঠকে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিসিএস ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অ্যাসোসিয়েশন সদস্যরা। এসব সমস্যা দূর করতে জনবল বাড়ানোর সুপারিশ করেন তারা। অর্থমন্ত্রী তাদের সঙ্গে একমত পোষণ করে এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানান।