ডিএসইতে প্রধান সূচক ৬৭, সিএসইতে কমেছে ১৩৬ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৩৬ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ২৪৮ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৭৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০৭ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২৭৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড, ইফাদ অটোস, ফরচুন, লংকা-বাংলা ফাইন্যান্স।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৭ কোটি ৩৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১২ কোটি ০৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৩১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১০ হাজার ৬৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২৮ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৪৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫৯  দশমিক ৩২ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ১৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, দ্য একমি ল্যাবরেটরিজ, মনো সিরামিক, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, কেয়া কসমেটিক্স এবং ফরচুন।