ডিএসইতে প্রধান সূচক ৮১, সিএসইতে কমেছে ১৫৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৫৬ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার  লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি ১৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে এক হাজার ৩৩৩ পয়েন্টে এবং ২১ দশমিক ৯০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  কুইন সাউথ টেক্সটাইলস, মনো সিরামিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস,ফরচুন, সিভিও পেট্রো কেমিক্যাল, অ্যাপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক এবং আলিফ ম্যানুফেকচারিং।

সিএসইসিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৬ কোটি ৩৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২০ কোটি ৯৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ৪৯৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৮৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ১৩৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬৭  দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, কুইন সাউথ টেক্সটাইলস, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারট্যাক্স, সিভিও পেট্রোকেমিক্যাল, কেয়া কসমেটিক্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস  লিমিটেড।