এনবিআরের সব নিয়োগ প্রক্রিয়া ‘অনলাইনে’: টেলিটকের সঙ্গে চুক্তি



এনবিআরনিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব নিয়োগ প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে সমঝোতা সই করেছে এনবিআর। বৃহস্পতিবার(১৫ মার্চ) এনবিআর সম্মেলন কক্ষে এ সমঝোতা সই হয়।
এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. রাহেনুল ইসলাম ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. গোলাম কুদ্দুস সমঝোতা সই করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ম্যানুয়ালি পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় অনেক সময় দুনীর্তি অনিয়ম হয়। সেজন্য আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। নিয়োগ প্রক্রিয়া অনলাইনে করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা বাস্তবায়ন করে অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এনবিআরের নিয়োগ নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া চালু করতে যাচ্ছি। এ উদ্দেশ্যে টেলিটকের সঙ্গে সমঝোতা সই করতে যাচ্ছি। ’
তিনি উল্লেখ করেন, ‘টেলিটক ইতোমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাডমিড কার্ড ইস্যু, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাজ করে থাকে। বাকি প্রক্রিয়া ডিপার্টমেন্ট করে। সরকারের নিয়ম ও সরকার নির্ধারিত খরচ অনুযায়ী আমরা অনলাইনে নিয়োগ প্রক্রিয়া করবো।’