ডিএসইতে প্রধান সূচক ৭৬ , সিএসইতে কমেছে ১২৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫২ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪১ কোটি ৭১  লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ০৮ পয়েন্ট কমে এক হাজার ৩২২ পয়েন্টে এবং ১৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ডরেন পাওয়ার জেনারেশনস, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, ওয়াটা কেমিক্যালস, লংকা-বাংলা ফাইন্যান্স , কুইন সাউথ টেক্সটাইলস, এসিআই, এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।   

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ০৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ১১ কোটি ৫৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১২ দশমিক ০১ পয়েন্ট কমে ১৭ হাজার ২৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৯ দশমিক ৫০ পয়েন্ট কমে ১২ হাজার ৯৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৮  দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লংকা-বাংলা ফাইন্যান্স, কুইন সাউথ টেক্সটাইলস, বেক্সিমকো, জাহিন স্পিনিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং  লাফার্জ হোলসিম।