ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে বেড়েছে ৩ পয়েন্ট

ডিএসই ও সিএসই

 

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৮২ কোটি ২১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৪১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৩ পয়েন্ট কমে এক হাজার ৩২২ পয়েন্টে এবং ২ দশমিক ৭২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৮২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আল আরফাহ ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স,স্কয়ার ফার্মা,
ওয়াটা কেমিক্যালস, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,  ইফাদ অটোস লিমিটেড, আমরা নেটওয়ার্ক,  লংকাবাংলা ফিনান্স লিমিটেড এবং স্যালভো কেমিক্যাল।  

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৪ কোটি ৪১ লাখ টাকা। গত বুধবার  লেনদেন হয়েছিল ২৮ কোটি ০৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৩৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার  পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৩  দশমিক ১০ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্কস, বেক্সিমকো, লংকা-বাংলা ফাইন্যান্স, স্যালভো কেমিক্যাল, বিবিএস ক্যাবলস, লাফার্জ হোলসিম, বাংলাদেশ স্টিল রি-রোলিংস, কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড, স্কয়ার ফার্মা এবং ন্যাশনাক ব্যাংক লিমিটেড।