ডিএসইতে প্রধান সূচক ১৪৯, সিএসইতে বেড়েছে ২৯৪ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৯৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪১ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৩৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩৯ পয়েন্টে এবং ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৫০ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৮টির, কমেছে ২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকাবাংলা ফিনান্স লিমিটেড, বেক্সিমকো, মনো সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইফাদ অটোস এবং বিডি থাই।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩৫ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৯৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৮৯ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭০৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩৯ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫৬  দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই, বেক্সিমকো, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং লাফার্জ হোলসিম।