ডিএসইতে প্রধান সূচক ৮০, সিএসইতে বেড়েছে ১৭০ পয়েন্ট

ডিএসই ও সিএসই

 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৭০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৬৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪১ কোটি  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৫ পয়েন্টে এবং ২৬ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৬ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৪টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, মার্কেন্টাইল ব্যাংক, বিডিকম, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফরচুন, সিটি ব্যাংক এবং মনো সিরামিক।  

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৮৬ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৭০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৬৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭৬ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৮০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪৯  দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, পপুলার লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লাফার্জ হোলসিম, আইএফআইসি এবং বিবিএস ক্যাবলস।