ডিএসইতে প্রধান সূচক বেড়েছে ২, সিএসইতে কমেছে ৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক বেড়ে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ১০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ২২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৫৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট কমে এক হাজার ৩৪৮ পয়েন্টে এবং ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৬৭ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড, বেক্সিমকো, আমরা নেটওয়ার্কস, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, মনো সিরামিক, রুপালি লাইফ ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং লিমিটেড এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৮ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৭৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১০ হাজার ৭৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮ দশমিক ৪১ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৪০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৯  দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, বিবিএস ক্যাবলস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, বিডি কম, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল এবং ইসলামি ব্যাংক।