‘সবসময়ই একটি বিপর্যয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাংকগুলোর’

‘আজ দেশে যে ব্যাংকিং খাত রয়েছে তা কর্মাশিয়াল খাত। আমাদের কোনও ইনভেস্টমেন্ট ব্যাংক নেই। ফলে আমাদের দেশে প্রথম থেকেই ব্যাংকিং খাতে স্ট্রাকচারাল ইমব্যালান্স রয়েছে। আর এ কারণেই ব্যাংকগুলোর সবসময়ই একটি বিপর্যয়ের দিকে যাওয়ার সম্ভাবনা থাকেই।’ বৃহস্পতিবার বিকালে (৫ এপ্রিল) ‘সবল অর্থনীতি, দুর্বল ব্যাংক’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ার এসব কথা বলেন।

আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারোয়ারআইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘দুর্নীতির মাধ্যমে অর্থ উত্তোলন সেটা ব্যাংক থেকেই হোক, অন্যজনের পকেট থেকেই হোক, সেটা তো একটা দুর্নীতি, তা প্রতিষ্ঠিত। আর এই দুর্নীতিবাজদের ধরার দায়িত্ব সবারই আছে। কিন্তু যখন ব্যাংক থেকে কেউ ঋণ গ্রহণ করে তখন বলা হয় টাকা তুলে নিয়ে এলাম। আবার যখন ঋণ দেওয়া হয় তখন বলা হয় টাকা নিয়ে গেলো। এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা করতে পুঁজি লাগে। কিন্তু পুঁজি অনেকগুলো সূত্র থেকেই আসতে পারে। সেই পুঁজির সঙ্গে কিছু ঋণও থাকে। আমাদের দেশে কখনোই অধিক পুঁজি ছিল না। কারণ এ দেশে স্বর্ণের খনি নেই, বিশাল ধন-দৌলতও নেই। ফলে ব্যবসা শুরু হয় খুবই অল্প পুঁজি দিয়ে।’ 

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নানাভাবে ডোবানো হয়েছে: ইব্রাহিম খালেদ

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদী, সিপিডি’র অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।