ডিএসইতে প্রধান সূচক ২৪, সিএসইতে বেড়েছে ৪০ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৫২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬১১ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২২ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৭২ কোটি ৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৯ পয়েন্টে এবং ৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৯৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, মনো সিরামিক, ইফাদ অটোস, আমরা নেটওয়ার্কস, স্যালভো কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইলস এবং লংকাবাংলা ফিনান্স লিমিটেড।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, লংকাবাংলা ফিনান্স লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, কেয়া কসমেটিক্স, ব্র্যাক ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।