ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে বেড়েছে ৪২ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৫২ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৯১ কোটি ৫২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬২২ কোটি ৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৭৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৩ পয়েন্টে এবং ৮ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২০৭ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশ, ফরচুন, কেয়া কসমেটিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, মনো সিরামিক এবং বিডি থাই।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৯৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ১৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৫২  পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৫৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭১  দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, কেয়া কসমেটিকস, ব্র্যাক ব্যাংক, লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা, ফরচুন, জেনারেশন নেক্সট ফ্যাশনস,লংকা-বাংলা ফাইন্যান্স এবং ফুয়াং ফুড।