ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে কমেছে ৬৫ পয়েন্ট

ডিএসই ও সিএসই

 

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৯ দশমিক ৫২ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৬৫ দশমিক শূন্য ২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪০ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৪ পয়েন্ট কমে এক হাজার ৩৫০ পয়েন্টে এবং ১০ দশমিক ৮৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, লাফার্জ হোলসিম, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্স, ব্রাক ব্যাংক, মনো সিরামিক, জেমিনি সি ফুড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, পপুলার লাইফ ইনস্যুরেন্স এবং এপেক্স ফুডস।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৫ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ২৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৮ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮২৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২১  দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পপুলার লাইফ, বেক্সিমকো, লাফার্জ হোলসিম, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, কেয়া কসমেটিকস এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।