ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে বেড়েছে ১৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪৭ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৬২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ২৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৩৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক শূন্য ৬  পয়েন্ট বেড়ে এক হাজার ৩৫৩ পয়েন্টে এবং ৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৯ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক, লাফার্জ হোলসিম, ন্যাশনাল টি কোম্পানি, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, পপুলার লাইফ ইনস্যুরেন্স এবং ইফাদ অটোস।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৫ কোটি ৬৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৯ কোটি ৩৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৪৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১  দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, গ্রামীণফোন, অ্যাডভান্ট ফার্মা লিমিটেড, বাংলাদেশ স্টিল রি- রোলিং মিলস লিমিটেড, লাফার্জ হোলসিম, কেয়া কসমেটিকস, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ব্রাক ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স এবং কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড।