১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চুক্তি আজ

পিডিবিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে আজ  রবিবার (৬ মে) একটি যৌথ বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।
বিপিডিবি’র পরিচালক (পরিচালক জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী শনিবার (৫ মে)বাসসকে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে এই চুক্তি হচ্ছে। রবিবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে চায়না হয়াদিয়ান কোম্পানির সঙ্গে বিপিডিবি চুক্তি স্বাক্ষর করবে।’
তিনি বলেন, ‘চুক্তির অধীনে ৩০ দিনের মধ্যে একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠন করা হবে।’
সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘এই নতুন কোম্পানি ৪৮ মাসে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সূত্র: বাসস