ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে কমেছে ১৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৫০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৯ পয়েন্টে এবং ৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৯ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, মনো সিরামিক, জেএমআই সিরিংস, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং নাহি এলুমিনিয়াম।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ৫৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  ৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১০ হাজার ৬২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৫  দশমিক ২৩ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অ্যাডভান্ট ফার্মা, আরডি ফুড, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কেয়া কসমেটিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফরচুন এবং লাফার্জ হোলসিম।