ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৩১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট কমে এক হাজার ৩০০ পয়েন্টে এবং শূন্য দশমিক ৫০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, বিবিএস ক্যাবলস, গ্রামীণফোন এবং মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৯৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮৩  লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ১৪৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৪  পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬  দশমিক শূন্য ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিবিএস ক্যাবলস, আরডি ফুড, ইসলামি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।