ডিএসইতে প্রধান সূচক ৮, সিএসইতে কমেছে ১৪ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৩০০ পয়েন্টে এবং ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৭২ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, আরডি ফুড, মনো সিরামিক, বিবিএস ক্যাবলস এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৮০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৮১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৭ হাজার ১১৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, আরডি ফুড, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড,অ্যাডভান্ট ফার্মা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এবং স্কয়ার ফার্মা।