৩৬ খাদ্যপণ্য ও ২১ প্রতিষ্ঠান মানহীন: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ছবি: সংগৃহীত)যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি  বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মানদণ্ডে ১৫টি পণ্য ও ২১ প্রতিষ্ঠানের তৈরি পণ্য মানহীন।’ মঙ্গলবার (১৫ মে) মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন পণ্যগুলো হচ্ছে—আফতাব মিল্ক, ঢাকা প্রাইম পাস্তুরিত দুধ, ড্যানিশ লাচ্ছা সেমাই, বগুড়া স্পেশাল ঘি, অরিজিনাল বাঘাবাড়ি ঘি, ফার্ম ফ্রেশ মিল্ক (পাস্তুরিত দুধ), ফার্টিফাইড সয়াবিন তেল—কোড-ডি (ড্রাম), ফার্টিফাইড সয়াবিন তেল-কোড-জি (ড্রাম), ফার্টিফাইড পাম অলিন—কোড-এইচ (ড্রাম), ফার্টিফাইড সয়াবিন তেল—কোড-এম (ড্রাম), ফার্টিফাইড সয়াবিন তেল—কোড-পি (ড্রাম), ফার্টিফাইড সয়াবিন তেল—কোড-আই (ড্রাম), ফার্টিফাইড পাম অলিন—কোড-জে (ড্রাম),ফার্টিফাইড সয়াবিন তেল—কোড-কে (ড্রাম), ফার্টিফাইড পাম অলিন—কোড-এল (ড্রাম)।

মানহীন ২১টি প্রতিষ্ঠান হচ্ছে—মিরপুরের ঢাকা ওয়াসা, মিরপুরের এন এম এন্টারপ্রাইজ, বাড্ডার এ ওয়ান ফুড অ্যান্ড বেভারেজ, পুরানা পল্টনের রাজিব এন্টারপ্রাইজ, মতিঝিলের আলহেরা এন্টারপ্রাইজ, তেজগাঁওয়ের সমকাল ক্যান্টি, দক্ষিণখানের এক্সিম ফুড অ্যান্ড বেভারেজ, মিরপুর-২ এর মাশাল্লা হেলথ ডেভেলপমেন্ট কোং, মর্নডিউ পিওর ড্রিংকিং ওয়াটার ও রাজারবাগের নীল গিরি মার্কেটিং কোং, তেজগাঁওয়ের ভূমি রেজিস্ট্রি অফিস ক্যান্টিন, গুলশান-১-এর লাইটিং প্যালেস, গুলশান-২-এর আল নূর রেস্তোরাঁ, বারিধারার মিতু—মুক্তা হোটেল, বাড্ডার নীল ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, গুলশানের মেজবান রেস্টুরেন্ট, শেরেবাংলা নগরের শিউলি হোটেল, তেজগাঁওয়ের বধুয়া হোটেল অ্যান্ড সুইটস, মালিবাগের ইউনিক ফাস্ট ফুড, তেজগাঁওয়ের অন্তর ড্রিংকিং ওয়াটার, তেজগাঁওয়ের ফেইথ ড্রিকিং ওয়াটার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফতার ও সেহরিতে অধিক পরিমাণে ব্যবহৃত ২৪ ধরনের খাদ্য পণ্যের মোট ২৮৬টি নমুনা সংগ্রহ করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৭৫টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৩৯টি নমুনা কৃতকার্য এবং ৩৬টি অকৃতকার্য হয়েছে। বাকি ১১১টি নমুনা পরীক্ষাধীন রয়েছে।