প্রাণিসম্পদ খাতে সহায়তা দেবে ব্রাজিল

 

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা।সহ অন্যরা বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার (১৭ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা। 

নারায়ণ চন্দ্র চন্দ ব্রাজিলের প্রস্তাবটি গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের মাধ্যমে এটি পরীক্ষা-নিরীক্ষার পর নিজেদের মত জানানোরও আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ব্রাজিলের হালাল মাংস আরববিশ্বসহ বিশ্বে ব্যাপকভাবে রফতানির কথা উল্লেখ করে বাংলাদেশের প্রাণিখাতের সার্বিক অবস্থা সম্পর্কে জেনে নেন। এ বিষয়ে দু’দেশই সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ দেখায়।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রইছউল মণ্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তা ও ব্রাজিলের দূতাবাসের মিশনপ্রধান জুলিও কেসার সিলভাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।