ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে কমেছে ১১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১১ দশমিক  শূন্য ৯ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার  লেনদেন হয়েছিল ৫৮৫ কোটি  ৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৩ কোটি ৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে এক হাজার ২৫১ পয়েন্টে এবং ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,নাহি অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস লিমিটেড, মনো সিরামিক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৮১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ১১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ১০ হাজার ৯৮ পয়েন্টে,সিএএসপিআই সূচক ১৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৮৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট কমে ১২ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১  দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, বেক্সিমকো, গ্রামীণফোন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, অ্যাডভান্ট ফার্মা, বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।