ডিএসইতে প্রধান সূচক ৫১, সিএসইতে কমেছে ১২১ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫১  দশমিক ৮৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১২১ দশমিক ৮০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৩০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৯ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৭৩ পয়েন্ট কমে এক হাজার ২৩৮ পয়েন্টে এবং ২৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৭৪ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২১২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, গ্রামীণফোন, মনো সিরামিক, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১২১ দশমিক ৮০ পয়েন্ট  কমে ৯ হাজার ৯৭৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৩৩  দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা,  গ্রামীণফোন, বেক্সিমকো, শাশা ডেনিমস লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।