ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে কমেছে ৪৩ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৯১ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৪৩ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট কমে এক হাজার ২২৮ পয়েন্টে এবং ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৬৫ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মনো সিরামিক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুট ওয়্যার, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৯ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে  ১৩ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৯ হাজার ৯৩২  পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৮ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৬ হাজার ৪২২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১২ হাজার ২৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭১  দশমিক ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লিন্ডা বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,নাহি অ্যালুমিনিয়াম, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মনো সিরামিক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।